দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩৪

কীভাবে বুঝবেন ঘরে গোপন ক্যামেরা আছে কি না?

হোটেল রুমে বা ট্রায়াল কক্ষে গিয়ে কখনো কি মনে হয়েছে, এখানে গোপন ক্যামেরা লুকানো থাকতে পারে? এমন চিন্তা অনেকের মনেই উঁকি দেয়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক জরিপ বলছে, প্রায় ৫৮ শতাংশ আমেরিকান লুকানো ক্যামেরা নিয়ে চিন্তিত। তাঁদের মধ্যে ৩৪ শতাংশ ঘুরতে গিয়ে হোটেল বা রেন্টাল বাসায় ক্যামেরা খুঁজেছেন। বাংলাদেশেও লুকানো ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণের বেশ কিছু ঘটনা ঘটেছে। তাই সাবধান থাকার সঠিক উপায় জানা জরুরি।

 

অনেক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন ক্যামেরা খোঁজার কৌশল শেয়ার করা হয়। কিন্তু এ পদ্ধতিগুলো কতটা কার্যকর? তা পরীক্ষার জন্য সংবাদমাধ্যম সিএনবিসি একটি বাসায় ২৭টি গোপন ক্যামেরা লুকিয়ে রাখে। অন্য একটি দল বিভিন্ন পদ্ধতিতে সেগুলো খুঁজতে থাকে। দলটি প্রথমে খালি চোখে একটি ক্যামেরা শনাক্ত করতে পারে। পরে মোবাইল অ্যাপ ও আধুনিক লেন্সের সাহায্যে ১৬টি ক্যামেরা খুঁজে পায়। অর্থাৎ প্রচলিত সব উপায় দিয়েও সব ক্যামেরা খুঁজে পাওয়া যায়নি। তবে সাবধান থাকা জরুরি। গোপন ক্যামেরা খুঁজতে এই পাঁচটি উপায় কাজে লাগাতে পারেন।

 

### ১. সন্দেহজনক বস্তু যাচাই

হোটেল বা অপরিচিত স্থানে প্রথমেই চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করুন। সন্দেহজনক কিছু দেখলে যাচাই করুন ক্যামেরা লুকানো আছে কি না। বিশেষ করে শৌচাগার, দেয়ালঘড়ি, কলমদানি, দেয়ালে ঝোলানো ছবি ও চার্জিং পোর্ট খুঁটিয়ে দেখুন। ট্রায়াল রুমে পোশাক পরিবর্তনের আগে ছাদের দিকে একবার নজর দিন।

 

### ২. আয়নার পরীক্ষা

আয়নার মধ্যেও গোপন ক্যামেরা লুকানো থাকতে পারে। সহজে যাচাইয়ের জন্য, আঙুল আয়নায় রাখুন এবং আঙুলের প্রতিচ্ছবির সঙ্গে ফাঁকা জায়গা আছে কি না দেখুন। ফাঁকা থাকলে এটি আসল আয়না, আর ফাঁকা না থাকলে এটি দুমুখো আয়না হতে পারে, যার পেছনে ক্যামেরা থাকতে পারে। আয়নার পেছনটিও দেখে নিন; পেরেকে আটকানো না হলে সতর্ক থাকুন।

 

### ৩. অন্ধকারে পরীক্ষা

প্রথমে ঘরের সব আলো নিভিয়ে অন্ধকারে চারদিকে তাকান। কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে, যা মিটমিট করে জ্বলে। টর্চলাইটের আলো ফেললে লুকানো ক্যামেরার লেন্স থেকে সূক্ষ্ম নীল বা বেগুনি আভা দেখা যেতে পারে।

 

### ৪. ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যান করুন

কিছু ক্যামেরা চালাতে ইন্টারনেট প্রয়োজন হয়। মোবাইলে নেটওয়ার্ক স্ক্যানিং সফটওয়্যার ব্যবহার করে নেটওয়ার্কের তালিকা পরীক্ষা করতে পারেন। একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকলে তালিকায় ‘আইপিক্যামেরা’ বা এ রকম কিছু দেখলে সতর্ক হোন।

 

### ৫. স্মার্টফোন অ্যাপ ব্যবহার

‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ নামে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, যা ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং ও রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করে। নির্ভরযোগ্য অ্যাপ ডাউনলোড করে এসব পদ্ধতিতে গোপন ক্যামেরা খুঁজতে পারেন।

 

বিশেষজ্ঞরা মনে করেন, গোপন ক্যামেরা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে সতর্কভাবে চলাই ভালো।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট