দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:৩৭

সাগুদানা দিয়ে লাড্ডু বানানোর পদ্ধতি

**সাগু লাড্ডু রেসিপি**

 

### উপকরণ:

– সাগু: ১ কাপ

– কোরানো নারকেল: ১/২ কাপ

– চিনি: ৩/৪ কাপ

– ঘি: ১/৪ কাপ

– এলাচ গুঁড়া: ১/২ চা-চামচ

– গোলাপজল: ১ চা-চামচ

– লবণ: ১ চিমটি

– জাফরান: ১ চিমটি

– বাদামকুচি: ২ টেবিল চামচ

– কিশমিশ কুচি: ১ টেবিল চামচ

– পেস্তা বাদাম কুচি: সামান্য

 

### প্রণালি:

১. প্রথমে একটি হাঁড়িতে সাগু, কোরানো নারকেল, ১ টেবিল চামচ ঘি ও এক চিমটি লবণ মিশিয়ে ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

 

2. ভেজানো সাগু নিয়ে জ্বাল দিন। সাগু সেদ্ধ হয়ে স্বচ্ছ হলে এতে এলাচ গুঁড়া, চিনি ও বাকি ঘি যোগ করে আরও কিছুক্ষণ জ্বাল দিন।

 

3. মিশ্রণে বাদাম কুচি, কিশমিশ, গোলাপজল ও জাফরান যোগ করে ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।

 

4. মিশ্রণটি গরম থাকা অবস্থায় লাড্ডুর আকারে গড়ুন। ওপরে পেস্তা বাদাম কুচি ও গোলাপের পাপড়ি ছিটিয়ে পরিবেশন করুন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী