ছোট ছোট প্লাস্টিকের লেগো ব্লক সংগ্রহ করা অনেকেরই নেশা। শিশুদের সৃজনশীলতা ও মানসিক সংযোগের জন্য এই খেলনাটি বেশ জনপ্রিয়। লেগো ব্লকের এই বছর ৭৫ বছর পূর্ণ হবে। সৃজনশীলতা, উদ্ভাবন ও ধৈর্য গড়ে তুলতে আলোচিত এই খেলনা শিশু-কিশোরদের মধ্যে প্রশংসিত।লেগোর যাত্রা শুরু হয়েছিল সাধারণ কাঠের ব্লক হিসেবে। কয়েক দশকের মধ্যে এটি বিশ্বজুড়ে নির্মাতা, শিল্পী, স্থপতি থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে। একটি ছোট ডেনিশ ওয়ার্কশপে উদ্ভাবিত খেলনাটি আজ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়েছে।
**লেগোর শুরু**
লেগোর সঙ্গে জড়িয়ে আছেন ওলে কার্ক ক্রিশ্চিয়ানসেন নামের এক ডেনিশ কাঠমিস্ত্রি। ১৯৩২ সালে তিনি ডেনমার্কের বিলুন্ডে কাঠের খেলনা তৈরি শুরু করেন। তাঁর ব্যবসায়িক দর্শন ছিল “সেরাটাই ভালো”। ১৯৩৪ সালে ডেনিশ শব্দ “লেগ গড্ট” (ভালো খেলুন) থেকে তাঁর প্রতিষ্ঠানের নাম লেগো রাখেন। ১৯৪৭ সালে প্রথম প্লাস্টিকের খেলনা তৈরি শুরু করেন, আর ১৯৪৯ সালে প্রথম লেগো ব্লক বাজারে আনা হয়, যা নানা নির্মাণে ব্যবহার করা যায়।
**বিশ্বব্যাপী জনপ্রিয়তা**
১৯৬০-৭০ দশকে লেগো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তখন নানা ধরনের সেট ও ব্লক ডিজাইন করা হয়। লেগো দিয়ে সাধারণ বাড়ি থেকে তাজমহল কিংবা আইফেল টাওয়ারের মডেল সবই তৈরি সম্ভব। ১৯৭৮ সালে মিনিফিগার যুক্ত হলে শিশুদের মধ্যে নতুন গল্প তৈরির সুযোগ তৈরি হয়। জানা যায়, এ পর্যন্ত ৪০০ কোটি মিনিফিগার বিক্রি করেছে লেগো।
**ডিজিটাল যুগে লেগো**
১৯৯৮ সালে লেগো ডিজিটাল যুগে প্রবেশ করে মাইন্ডস্ট্রর্মস নামে রোবোটিক কিট তৈরি করে। এতে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে রোবট তৈরি করা যায়। বর্তমানে প্রতি মিনিটে প্রায় ৩৬ হাজার ব্লক তৈরি করে, বছরে প্রায় ২০ বিলিয়ন ব্লক উৎপাদন করে লেগো। ২০৩০ সালের মধ্যে টেকসই উপকরণে সব পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।
২০১১ সালে স্পেস শাটল এন্ডেভারের অভিযাত্রীরা মহাকাশে ১৩টি লেগো সেট নিয়ে যান। ২০১৪ সালে মুক্তি পায় “দ্য লেগো মুভি”, যা বিশ্বব্যাপী ৪৬৯ মিলিয়ন ডলার আয় করে। ২০১৫ সালে ইতালির মিলানে ৩৫.০৫ মিটার উচ্চতার লেগো টাওয়ার তৈরি করা হয়, যাতে সাড়ে পাঁচ লাখ লেগো ব্লক ব্যবহৃত হয়। ওই বছর ফেরারি গাড়িকে পেছনে ফেলে লেগো সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডের মর্যাদা অর্জন করে।
**৭৫ বছরে লেগো**
লেগোর ৭৫ বছর পূর্তিতে “দ্য ম্যাজিক অব লেগো” নামে ১০০ পৃষ্ঠার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন, যেখানে লেগোকে “যে খেলনা পৃথিবী বদলে দিয়েছে” বলে উল্লেখ করা হয়েছে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ সোরেন এইলার্সের গবেষণায় উঠে আসে যে ৪ বাই ২ সাইজের ৬টি ব্লক দিয়ে ৯১ কোটির বেশি কাঠামো তৈরি করা সম্ভব। ২০০০ সালে ব্রিটিশ টয় রিটেইলার্স অ্যাসোসিয়েশন লেগোকে শতাব্দীর সেরা খেলনার খেতাব দেয়।
আইফেল টাওয়ার, রোমের কলোসিয়াম কিংবা হ্যারি পটারের হগওয়ার্টস দুর্গ—সবই তৈরি করা সম্ভব লেগো ব্লক দিয়ে। আজও বুদ্ধিমত্তার বিকাশে লেগো খেলনাটির প্রতি মা-বাবাদের আস্থা অটুট রয়েছে।