দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০০:৫০

সাজের জায়গাটি গুছিয়ে রাখার সহজ উপায়

**ড্রেসিং টেবিলকে গোছানো রাখার সহজ উপায়**

 

সাজসজ্জার জন্য ড্রেসিং টেবিলের গোছানো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রয়োজনীয় সবকিছু তাড়াহুড়ার মধ্যেও হাতের নাগালে পাওয়া যায়। এ ক্ষেত্রে জার, বাক্স, ডিভাইডার বা অর্গানাইজার ব্যবহার করলে সুবিধা হয়।

 

### ১. জার

মেকআপ রিমুভিং প্যাড, ক্লিপ, কটন প্যাড ইত্যাদি জিনিসগুলো সহজেই হারিয়ে যেতে পারে। তাই অ্যাক্রিলিক, কাচ বা প্লাস্টিকের স্বচ্ছ জারে এগুলো রাখুন। এতে দ্রুত খুঁজে পাবেন এবং ড্রেসিং টেবিল থাকবে পরিপাটি।

 

### ২. অর্গানাইজার

লিপস্টিক, নেলপলিশ, ফাউন্ডেশনসহ সব ধরনের মেকআপ সামগ্রী একটি তিন বা দুই তলার অ্যাক্রিলিক বা প্লাস্টিকের রোটেটিং অর্গানাইজারে রাখতে পারেন। লম্বাটে জিনিস যেমন মেকআপ ব্রাশ এবং চিরুনি রাখার জন্য স্ট্যান্ড বা হোল্ডার ব্যবহার করুন। ঢাকনা যুক্ত ব্রাশ হোল্ডার কেনা উচিৎ, যাতে ধুলাবালি জমে না।

 

### ৩. বাক্স

বিভিন্ন আকারের বাক্স কিনুন—ছোট, বড়, গোল, লম্বাটে বা চারকোনা। এসব বাক্সে চুলের ব্যান্ড, খোঁপার কাঁটা, সেফটিপিন ইত্যাদি গুছিয়ে রাখতে পারেন। ঢাকনাসহ বাক্সগুলো ব্যবহারে পরিস্কার করার ঝামেলা কম হবে।

 

### ৪. জুয়েলারি হোল্ডার

কানের দুল, আংটি, চেইন, চুড়ি ইত্যাদি আলাদা রাখার জন্য জুয়েলারি হোল্ডার ব্যবহার করুন। অলংকার একসঙ্গে রাখলে পেঁচিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। প্রয়োজনীয় অলংকারগুলো এই হোল্ডারে সাজিয়ে রাখতে পারেন।

 

### ৫. লেবেল লাগানো

যেসব বাক্স বা জারের ভেতরের সামগ্রী বোঝা যায় না, সেগুলোতে কাগজে লিখে লেবেল লাগান। অনুষঙ্গের নাম লেখা স্টিকারও ব্যবহার করতে পারেন।

 

### ৬. ড্রয়ার ডিভাইডার

ড্রেসিং টেবিলের ড্রয়ারে স্থান ব্যবহার করতে ড্রয়ার ডিভাইডার ব্যবহার করুন। এটি অর্গানাইজারের মতো কাজ করবে। কিনতে আগে ড্রয়ারের আকার এবং ডিভাইডারের আকার ভালোভাবে যাচাই করুন, যেন সবকিছু ঠিকমতো বসে।

 

এসব টিপস অনুসরণ করলে আপনার ড্রেসিং টেবিলটি সবসময় গোছানো ও পরিচ্ছন্ন থাকবে, যা আপনার সাজসজ্জার সময়কে সহজ এবং আনন্দময় করে তুলবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী