পুরোনো সানগ্লাস পড়ে থাকলে, সহজেই রংতুলির ছোঁয়ায় আনতে পারেন নতুনত্ব। দেখাচ্ছেন সাদিয়া আফরিন।
**উপকরণ:**
– সানগ্লাস
– অ্যাক্রিলিক রং
– তুলি
– কালার প্লেট
– ভার্নিশ স্প্রে
**প্রণালি:**
১. টিস্যু দিয়ে সানগ্লাসটি ভালোভাবে পরিষ্কার করুন। তারপর সানগ্লাসের মাপ অনুযায়ী একটি লেআউট তৈরি করুন, এতে আঁকার আগে ধারণা পাওয়া যাবে।
২. সানগ্লাসের রং ও লেআউটের ওপর ভিত্তি করে রং নির্বাচন করুন। যেহেতু এটি কালো সানগ্লাস, তাই পছন্দমতো যেকোনো রং বেছে নিতে পারেন। ২ নম্বর তুলি ব্যবহার করে প্লেটে হলুদ, সাদা, নীল, কমলা, সবুজ, ম্যাজেন্টা রং সাজিয়ে নিন। মনে রাখবেন, এই রঙে পানি ব্যবহার করবেন না।
৩. লেআউট অনুযায়ী ০০ নম্বর তুলি দিয়ে রং করা শুরু করুন। সানগ্লাস ছোট হওয়ায় সাবধানে রং করবেন, যেন এক পাশ শুকানোর আগে অন্য পাশে হাত না পড়ে।
৪. সামনের অংশ শুকিয়ে গেলে হ্যান্ডেলের এক পাশে একই রং ব্যবহার করে রং করুন। এক পাশ শুকিয়ে গেলে অন্য পাশ রং করুন।
৫. সব রং শুকিয়ে গেলে সানগ্লাসে ভার্নিশ স্প্রে করুন, তবে গ্লাসের অংশগুলো ঢেকে নেবেন। শুকিয়ে গেলে তৈরি রঙিন সানগ্লাসটি পরার জন্য প্রস্তুত!