প্রত্যেক মা-বাবার একটাই আকাঙ্ক্ষা, তাঁদের সন্তান যেন ভালো থাকে, সুখী ও সফল হয়। অভিভাবক হিসেবে আপনি কীভাবে সাহায্য করতে পারেন? সহজ সমাধান—আপনার শিশুকে ঘরের কাজ করতে উৎসাহিত করুন। গবেষণায় দেখা গেছে, যারা বড় হয়ে সফল হয়েছেন, তাঁদের ৮৫ শতাংশই ছোটবেলায় ঘরের কাজ করেছেন।
দুবাইয়ের দানাত আল ইমারাত হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. হাবিব আবদুল্লাহ জানান, শিশুদের ঘরের কাজে যুক্ত করার দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব রয়েছে। তিনি বলেন, “শিশুরা যখন ছোটবেলা থেকে ঘরের কাজ করে, তখন তারা হতাশা ও ব্যর্থতাকে মেনে নিয়ে নতুন উদ্যমে সামনে এগোতে শেখে। এই অভিজ্ঞতা তাদের আত্মআবিষ্কার ও দক্ষতা অর্জনে সহায়তা করে।”
দুবাইয়ের হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রধান মার্সেডিজ শিন উল্লেখ করেন, যারা ছোটবেলায় ঘরবাড়ি গুছানোর মতো কাজে যুক্ত ছিল, তারা স্কুলে সৃজনশীলতায় বেশি পারদর্শী। তাদের সমস্যা সমাধানে দক্ষতা অন্যদের তুলনায় বেশি।
এই অধ্যাপক আরও বলেন, যারা ঘরের কাজের অভিজ্ঞতা অর্জন করে, তারা বড় হয়ে ব্যর্থতার মোকাবিলা করতে সক্ষম হয়। তাদের ধৈর্য্য এবং দায়িত্ব পালনের ক্ষমতাও উন্নত হয়।
আপনার যদি একটি শিশুর অভিভাবক হয়ে থাকেন, তাহলে জানুন, কোন বয়সের শিশুকে কী কাজ দিতে হবে এবং কাজটি করতে উৎসাহিত করুন। কাজটি সফলভাবে শেষ করলে প্রশংসা করুন এবং ছোট ছোট পুরস্কার দিয়ে উৎসাহিত করুন।