দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৩২

মুখে কতক্ষণ ফেসপ্যাক লাগিয়ে রাখবেন?

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অনেকেই ফেসপ্যাক ব্যবহার করেন। প্রাকৃতিক উপাদানে তৈরি এসব ফেসপ্যাকের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে কিছু নিয়ম অনুসরণ করা জরুরি। ফেসপ্যাক ব্যবহারের সময় সাধারণত ১৫-২০ মিনিট যথেষ্ট।

 

**ফেসপ্যাকের সময়সীমা:**

 

– **হলুদের ফেসপ্যাক:** ২০ মিনিটের বেশি লাগানো যাবে না, নাহলে ত্বকে দাগ পড়তে পারে।

– **শসার ফেসপ্যাক:** ১৫-২০ মিনিট পর্যন্ত লাগানো যায়।

– **মুলতানি মাটির ফেসপ্যাক:** ২০ মিনিটের বেশি নয়।

– **অ্যালোভেরা ফেসপ্যাক:** ১৫ মিনিট ব্যবহার করা উচিত।

– **টক দইয়ের ফেসপ্যাক:** ২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখা উচিত।

– **বেসনের ফেসপ্যাক:** ৮-১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

**ফেসপ্যাক ব্যবহার Frequency:**

 

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার ফেসপ্যাক ব্যবহার করা উচিত। প্রয়োজনে দুই দিনও ব্যবহার করা যেতে পারে, তবে মাঝে তিন দিনের বিরতি রাখতে হবে। ছয় দিন অন্তর ফেসপ্যাক লাগালেও উপকার মিলবে।

 

**কোন ফেসপ্যাক উপকারী:**

 

বাজারের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন, তবে ত্বকের ধরন ও উপাদানের তালিকা দেখে নেওয়া জরুরি। ঘরোয়া ফেসপ্যাক, বিশেষ করে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, ভালো বিকল্প। যেমন, বেসন, দুধের সর এবং এসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের জন্য উপকারী হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট