দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১১:১৯

অস্ট্রেলিয়া কেন তিনটি পতাকা প্রদর্শন করে?

**অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর চত্বর: দ্য গ্রেট কোর্ট**

 

যখন আমি কয়েকদিন আগে দ্য গ্রেট কোর্টে বসে ছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের উপরে পাঁচটি পতাকা উড়তে দেখলাম। এর মধ্যে অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রতীক ছিল স্পষ্ট, তবে অন্য তিনটি পতাকার পরিচয় আমার জানা ছিল না। এর আগেও ব্রিসবেনের সরকারি স্থাপনাগুলোতে একই দৃশ্য দেখেছি এবং কৌতূহল হলো, এত পতাকা কেন?

 

পতাকার বিষয়ে অনুসন্ধান করে জানতে পারলাম বেশ কিছু মজার তথ্য। প্রথমে কথা বলা যাক অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার। এটি ১৯০১ সালে গৃহীত হয় এবং এতে রয়েছে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক, সাত কোণ বিশিষ্ট কমনওয়েলথ স্টার এবং সাউদার্ন ক্রসের পাঁচটি নক্ষত্র। ইউরোপীয় অভিযাত্রীরা এই নক্ষত্রগুলির সাহায্যে অস্ট্রেলিয়ায় আসার পথ খুঁজে পেতেন।

 

দ্বিতীয় পতাকাটি আদিবাসীদের প্রতিনিধিত্ব করে, যা ১৯৭১ সালে প্রথম উড্ডয়ন করে। ১৯৯৫ সালে সরকার এটিকে দাপ্তরিক স্বীকৃতি দেয়। কালো উপরের অংশ আদিবাসীদের অস্তিত্ব, লাল অংশ কাদামাটির রং এবং মাঝের হলুদ বৃত্ত সূর্যকে নির্দেশ করে। এই পতাকা আদিবাসী অস্ট্রেলিয়ানদের সংস্কৃতির পরিচয় দেয়।

 

অস্ট্রেলিয়ার দ্বীপবাসীদের স্বীকৃতি দিতে সরকার আরেকটি পতাকা ব্যবহার করে, যার মধ্যে সবুজ প্যানেল দ্বীপবাসীর ভূমির পরিচয় তুলে ধরে এবং নীল চেম্বার সমুদ্রকে নির্দেশ করে। কালো রেখা দ্বীপবাসীদের, আর মাঝের সাদা ধারি তাদের নাচের পোশাকের চিহ্ন।

 

এভাবে, অস্ট্রেলিয়ার বিভিন্ন পতাকা দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যকে প্রতিফলিত করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট