দ্যা নিউ ভিশন

এপ্রিল ২১, ২০২৫ ০৭:৪৫

পেস্তো ফারফাল রেসিপিটি একবার দেখে নিন

পেস্তো ফারফালের রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার:

 

**পেস্তো সসের উপকরণ:**

– ভাজা চিনাবাদাম সিকি কাপ

– বেসিল পাতা ১০০ গ্রাম

– রসুন ৪ কোয়া

– লেবুর রস ১ টেবিল চামচ

– পারমিজান চিজ ৩ টেবিল চামচ

– জলপাইয়ের তেল সিকি কাপ

– গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ

– লবণ স্বাদমতো

 

**প্রণালি:**

সব উপকরণ একসঙ্গে ফুড প্রসেসরে হালকা ব্লেন্ড করুন। মিহি পেস্ট না হয়ে একটু মোটা হলে ভালো হয়। এভাবেই তৈরি হয়ে গেল পেস্তো সস।

 

**ফারফালের উপকরণ:**

– ফারফালে পাস্তা ২৫০ গ্রাম

– চোরিজো (ঐচ্ছিক) ৩টি (বেঙ্গল মিটে পাওয়া যায়)

– কুকিং ক্রিম সিকি কাপ

– রসুন কুচি ১ টেবিল চামচ

– চিলি ফ্লেক্স ১ চা-চামচ

– জলপাইয়ের তেল ১ টেবিল চামচ

 

**প্রণালি:**

১. বড় একটি হাঁড়িতে লবণ দিয়ে পানি ফুটিয়ে পাস্তা সেদ্ধ করে নিন।

২. একটি প্যানে তেল দিয়ে রসুনকুচি ভেজে নিন।

3. চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে নিন।

4. পেস্তো সস ও চোরিজো টুকরো করে প্যানে দিন।

5. পাস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে কুকিং ক্রিম যোগ করুন।

6. সব মিশে গেলে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী