দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১২:৩৪

তামাকের ক্ষতিহ্রাসকারী পণ্যের নিয়ন্ত্রণে যুক্তিসঙ্গত নীতিমালা দাবি করেছে বেন্ডস্টা।

তামাক আইন সংশোধনের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অদূরদর্শী ও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া কোনো সুফল বয়ে আনবে না। বরং সরকারের জনস্বাস্থ্য লক্ষ্যের সঙ্গে রাজস্ব অর্জনের প্রয়াসকে সমন্বয় করতে অংশীদারদের সঙ্গে আলোচনা প্রয়োজন। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আলোচকেরা এমন মত প্রকাশ করেন।

 

বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বেন্ডস্টা)-এর আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) এবং অন্যান্য তামাক ক্ষতিহ্রাসকারী পণ্যের জন্য যুক্তিসঙ্গত নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।

 

বেন্ডস্টার সভাপতি সুমন জামান বলেন, “আমরা তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করি।” সংবাদ সম্মেলনে বেন্ডস্টার সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ বাংলাদেশে ভেপিং-এর ভবিষ্যৎ নির্ধারণে আলোচনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

 

অবশেষে, সংগঠনটি ভেপিং পণ্যের নিয়ন্ত্রণ নিয়ে অংশীদারভিত্তিক আলোচনায় বেন্ডস্টাকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট