দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:১০

আইফোনে জিমেইল অ্যাপে জেমিনি: নতুন সুবিধাসমূহ কী কী?

জেমিনি এখন আইফোনেও ব্যবহার করা যাবেছবি: টাইমস অব ইন্ডিয়া

আইফোনের জিমেইল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে গুগল। এর ফলে আইফোন ব্যবহারকারীরা এখন জিমেইলে গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জেমিনির সাহায্যে ই-মেইল সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন। এই সুবিধাটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং ওয়েব সংস্করণেও উপলব্ধ।

জেমিনির মাধ্যমে ব্যবহারকারীরা ই-মেইল নিয়ে যেকোনো নির্দিষ্ট প্রশ্ন করে তার উত্তর পেতে পারবেন। পাশাপাশি, বিভিন্ন ই-মেইল ফিল্টার করা এবং নির্দিষ্ট ই-মেইল থ্রেডের সারাংশ তৈরি করাও সম্ভব। ইনবক্সে কিছু খোঁজার জন্যও জেমিনির সহায়তা নেওয়া যাবে, যা গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজতে এবং পুরোনো ই-মেইল থেকে নথি বের করতে সাহায্য করবে। এই সুবিধার ফলে ব্যবহারকারীরা দীর্ঘ ই-মেইল থ্রেড পড়ার পরিবর্তে সারাংশ পড়ে দ্রুত ধারণা পেতে পারবেন, ফলে অনেক কাজ সহজ ও দ্রুত সম্পন্ন হবে।

জেমিনি ব্যবহার করে নতুন ই-মেইল লেখার পাশাপাশি অন্যদের পাঠানো ই-মেইলের উত্তর খসড়া স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যাবে। ব্যবহারকারীরা চ্যাটবটের লেখা বার্তা সম্পাদনা করতে পারবেন, অর্থাৎ খসড়ায় থাকা শব্দ বাদ দেওয়া বা নতুন তথ্য যোগ করা যাবে। এতে তথ্য ভুল হওয়ার বা বাদ পড়ার আশঙ্কা থাকবে না। জেমিনি গুগল ওয়ার্কস্পেসের ডকস, শিটস, স্লাইডস এবং ড্রাইভের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে সক্ষম।

গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন, তবে এর জন্য বিজনেস, এন্টারপ্রাইজ, এডুকেশন, এডুকেশন প্রিমিয়াম এবং গুগল ওয়ান এআই প্রিমিয়াম অ্যাড-অন্স থাকতে হবে। বর্তমানে আইফোন ব্যবহারকারীরা জিমেইলে জেমিনির এআই সুবিধা ব্যবহার করতে পারছেন এবং শর্ত পূরণ করলে আগামী ১৫ দিনের মধ্যে সব আইফোন ব্যবহারকারী এই সুবিধা পাবেন। জিমেইলে এআই সুবিধা চালু করতে ব্যবহারকারীদের স্মার্ট ফিচার ও পারসোনালাইজেশন সক্রিয় করতে হবে। প্রতিষ্ঠানগত ই-মেইলের ক্ষেত্রে অ্যাডমিনরা কনসোল থেকে এটি ডিফল্ট হিসেবে চালু করতে পারবেন। ব্যবহারকারীরা জিমেইল অ্যাপে গিয়ে জেমিনি স্টার আইকনে ট্যাপ করে এই সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ