দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:০০

ব্লক করা অ্যাকাউন্টের পোস্ট এক্সে দেখা যাবে।

এক্স যখন টুইটার ছিল, তখনো ব্লক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিলরয়টার্স

ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্স (সাবেক টুইটার)-এ ‘ব্লক’ সুবিধায় বড় পরিবর্তন আসছে। খুব শিগগিরই ব্লক করা অ্যাকাউন্ট থেকে করা ‘পাবলিক’ পোস্টগুলো অন্য ব্যবহারকারীরা দেখতে পারবেন। অ্যাপ গবেষক নিমা ওউজি তাঁর এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সাধারণত, এক্সে কোনো ব্যবহারকারীকে যোগাযোগ বিচ্ছিন্ন করতে ব্লক করা হয়। ব্লক করার ফলে সেই ব্যবহারকারীর পোস্ট দেখা যায় না এবং বার্তা পাঠানোও সম্ভব হয় না। তবে নতুন পরিবর্তনের মাধ্যমে ব্লক করা অ্যাকাউন্টের পাবলিক পোস্ট দেখা যাবে, তবে আগের মতোই বার্তা পাঠানো যাবে না।

বর্তমানে, যখন কোনো অ্যাকাউন্ট ব্লক করা হয়, তখন প্রবেশ করলে ‘ইউ আর ব্লকড’ লেখা দেখা যায়। কিন্তু নতুন ব্যবস্থায় এটি দেখা যাবে না। নিমা ওউজির পোস্টে মন্তব্য করেছেন ইলন মাস্ক, তিনি বলেছেন, ব্লক করার মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগ বন্ধ হবে, তবে পাবলিক পোস্ট দেখা যাবে। তবে কবে নাগাদ এই সুবিধা চালু হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

পূর্বে এক্স যখন টুইটার নামে পরিচিত ছিল, তখনও ব্লক ফাংশনে অনুরূপ সুবিধা চালু হয়েছিল, যা পরে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, সম্প্রতি ইউটিউবের আদলে ‘এক্স টিভি’ অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে এক্স, যা ব্যবহারকারীদের বড় পর্দায় ভিডিও দেখার সুযোগ দেবে। অ্যাপটি গুগল প্লে, অ্যামাজন ও এলজির অ্যাপ স্টোর থেকে নামিয়ে স্মার্ট টেলিভিশনে ব্যবহার করা যাবে। শিগগিরই পূর্ণাঙ্গ সংস্করণ চালু হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ