দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:২৭

কম্পিউটার সমিতিতে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।

যুগ্ম সচিব নাহিদ আফরোজকে বিসিএসের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছেছবি: সংগৃহীত

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতিতে (বিসিএস) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজের নাম ঘোষণা করা হয়েছে। তিনি মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের রপ্তানি-১ অধিশাখায় কর্মরত। আজ বুধবার বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে প্রশাসক নিয়োগের অফিস আদেশ জারি করা হয়েছে।

বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক নাজনীন কাউসার চৌধুরীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রশাসককে দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে বিসিএসের পরবর্তী নির্বাহী কমিটি গঠনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিসিএসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সব সদস্য পদত্যাগ করেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট বিসিএসের কার্যনির্বাহী কমিটি পদত্যাগ করে। এরপর ২ সেপ্টেম্বর স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। এ সভায় বিসিএসের অনেক সাবেক সভাপতি ও সদস্য উপস্থিত ছিলেন। যদিও ডিটিও এই সিদ্ধান্তটি অনুমোদন করেনি।

প্রশাসক নিয়োগের বিষয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমি প্রশাসককে সার্বিক সহযোগিতা করব এবং তাঁর সঙ্গে কাজ করব।” সাবেক সভাপতি মো. শাহিদ-উল-মুনীর মন্তব্য করেছেন, “আমরা চাই না প্রশাসক নিয়োগ দেওয়া হোক। নির্বাচিত সদস্যদের উচিত ছিল পদত্যাগ করার আগে কিছু যোগ্য সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা।”

এছাড়া, গত ৩ এপ্রিল বিসিএসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী কমিটি ও ১১টি শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ