দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:০৩

“শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল কি সত্যিই বিক্রি হচ্ছে?”

“বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনকে কিনে নিতে চায় কোয়ালকম। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ইন্টেলের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ইন্টেল কেনার ব্যাপারটি এখনও চূড়ান্ত হতে অনেক দেরি আছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বিশ্লেষকদের মতে, একসময় ইন্টেল ছিল বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা, যার এক্স৮৬ প্রসেসর পারসোনাল কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। অন্যদিকে, কোয়ালকম মূলত মোবাইল ফোনের জন্য এআরএম চিপ তৈরি করে। ইন্টেলকে অধিগ্রহণের জন্য কোয়ালকমের এই আগ্রহ ইন্টেলের পতনের ইঙ্গিত দেয়।

 

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ালকম এখনো ইন্টেলকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের প্রস্তাব দেয়নি। তবে, যদি নিয়ন্ত্রক সংস্থার বাধা পেরিয়ে ইন্টেলকে অধিগ্রহণ করতে পারে, এটি কোয়ালকমের জন্য বিশাল সাফল্য হবে। মোবাইল ফোনের প্রসেসর তৈরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বাজারেও কোয়ালকম প্রবেশ করেছে। ইন্টেল অধিগ্রহণের মাধ্যমে মোবাইল এবং কম্পিউটার উভয় ক্ষেত্রেই কোয়ালকমের অবস্থান শক্তিশালী হবে।

 

গত কয়েক বছর ধরে ইন্টেল ব্যবসায়িকভাবে দুর্বল হয়ে পড়েছে। এআই চিপ উৎপাদনে এনভিডিয়া সাফল্য অর্জন করলেও, ইন্টেল তেমনভাবে জায়গা করে নিতে পারেনি। আগস্ট মাসে ইন্টেল ১০৬ কোটি ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, যার ফলে কর্মী ছাঁটাইসহ বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও করছে। উল্লেখ্য, ইন্টেল এসার, লেনোভো, এইচপি ও ডেলের মতো বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতাদের জন্য চিপ তৈরি করে। তবে কিছু প্রকল্প বর্তমানে লাভজনক নয়, যার কারণে ইন্টেলের সিইও প্যাট গেলসিংগার ক্ষতি কমাতে কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বন্ধ এবং চিপ তৈরির ব্যবসাকে আলাদা করার পরিকল্পনা করেছেন।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ