বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, যার ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে অনেক ব্যবহারকারীর অসচেতনতার সুযোগে সাইবার অপরাধীরা হামলা চালিয়ে অ্যাকাউন্ট হ্যাকিং, স্ক্যাম ও তথ্য চুরি করছে। তাই অ্যাকাউন্ট নিরাপদ রাখা অত্যন্ত জরুরি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট লাইফওয়্যার জানায়, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সুরক্ষার জন্য বেশ কয়েকটি নিরাপত্তা ফিচার রয়েছে। তবে হ্যাকিং এড়াতে ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ফিচার চালু করার পরামর্শ দিয়েছে মেটা।
### টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার উপায়:
1. প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
2. এরপর ডান পাশে থাকা তিনটি লাইনে (আইওএসে মেনু বাটনে) ট্যাপ করুন।
3. পেজের ওপরের দিকে থাকা ‘অ্যাকশন সেন্টার’-এ ট্যাপ করুন।
4. এরপর ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করুন।
5. টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটি নির্বাচন করুন।
6. প্রয়োজন হলে পাসওয়ার্ড দিন, এরপর অথেনটিকেশন অ্যাপ, এসএমএস, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিরাপত্তা ফিচারটি চালু করুন।
### লগইন অ্যাক্টিভিটি চেক করার পদ্ধতি:
1. ইনস্টাগ্রাম অ্যাপে প্রোফাইলে প্রবেশ করুন।
2. সাইডবার মেনু থেকে ‘সেটিংস’ অপশনে যান।
3. সিকিউরিটি (Security) অপশন থেকে ‘লগইন অ্যাক্টিভিটি’ নির্বাচন করুন।
4. এখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন হয়েছে, তা দেখা যাবে।
5. যদি কোনো অপরিচিত ডিভাইস দেখা যায়, তাহলে তার পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে ‘লগ আউট’ অপশনটি নির্বাচন করুন।
এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিং থেকে রক্ষা পাবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।