দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২০:৫২

এআই দ্বারা তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করার জন্য গুগল নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ছবি ও ভিডিও অনলাইনে অনেকেই প্রকাশ করেন, যা গুগলের সার্চ ফলাফলে প্রদর্শিত হয়। তবে অনেকেই এআই-সৃষ্ট ছবি বা ভিডিও চিনতে না পারার কারণে বিভ্রান্তির শিকার হন। এ সমস্যার সমাধানে গুগল তাদের সার্চ ফলাফলে থাকা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও আলাদাভাবে শনাক্ত করার সুবিধা চালু করতে যাচ্ছে।

 

এই নতুন সুবিধা চালু হলে, গুগলের সার্চে প্রদর্শিত কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সব ছবি ও ভিডিওর উৎস দেখা যাবে, যা ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের সুযোগ দেবে। গুগল জানিয়েছে, ‘কনটেন্ট ক্রেডেনশিয়াল’ নামে একটি নতুন আদর্শ অনুসরণ করে সার্চ সেবাটি হালনাগাদ করা হবে, যাতে কনটেন্টের মূল উৎস সহজেই শনাক্ত করা যায়।

 

গুগলের মতে, ‘প্রভিনেন্স’ প্রযুক্তির মাধ্যমে এআই দ্বারা তৈরি বা সম্পাদিত ছবি ও ভিডিওগুলো শনাক্ত করা হবে। ব্যবহারকারীরা ‘অ্যাবাউট দ্য ইমেজ’ অপশনে ক্লিক করে কোনো ছবি বা ভিডিওর উৎস সম্পর্কে জানতে পারবেন। গুগল শিগগিরই এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ