২৬ সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। কেউ মজা করছেন, আবার কেউ সত্যিই জানতে চাইছেন, আসলে এই দিন কী ঘটতে চলেছে। গুগল সার্চেও অনেকেই খুঁজছেন “২৬ সেপ্টেম্বর কী হবে?” লিখে। এত আলোচনা আর কৌতূহলের পেছনে কি সত্যিই কিছু এমন ঘটবে যা মানুষকে ধনী করে দেবে?
জানা গেছে, এর মূল কারণ টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট। এই গেমিং বটের নাম “হামস্টার কমব্যাট”। গেমটির নিয়ম অনুসারে, ব্যবহারকারীরা বিভিন্ন টাস্ক সম্পন্ন করে এবং ট্যাপ করে গেম কারেন্সি (যেমন কয়েন ও কি) অর্জন করতে পারেন। ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ও ইউটিউবে অনেকেই গেমটির প্রচারণা চালাচ্ছেন এবং দাবি করেছেন, ২৬ সেপ্টেম্বর গেমটির কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ পাওয়া যাবে।
তবে এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ বলছেন, টেলিগ্রামে এমন অনেক গেমিং অ্যাপ রয়েছে, যা মাঝে মাঝে গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দেয়। তবে ‘হামস্টার কমব্যাট’ বিশেষভাবে পরিচিতি পেয়েছে টিকটকের মাধ্যমে।
অন্যদিকে, কিছু মানুষ এই দাবির বিরোধিতা করছেন। তাদের প্রশ্ন, যদি এইভাবে কোটিপতি হওয়া যেত, তাহলে সবাই কাজ ছেড়ে দিত! তারা আরও যুক্তি দিচ্ছেন, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ার থাকলেও, প্রত্যেককে দুই ডলার করে দিলে সেই বিশাল অর্থ আসবে কোথা থেকে?
সামাজিক যোগাযোগমাধ্যমে ২৬ সেপ্টেম্বর নিয়ে এত আলোচনার মূলে কৌতূহল এবং কল্পনা কাজ করছে। কেউ কেউ কৌতূহলবশত পোস্ট করছেন, আর অন্যরা হয়তো মজা করছেন। তবে ২৬ সেপ্টেম্বর আসলেই কী ঘটবে, সেটাই এখন দেখার অপেক্ষা।