আমরা দৈনন্দিন প্রয়োজনে নানা ধরনের অ্যাপ মোবাইলে ইনস্টল করে থাকি, তবে কিছু অ্যাপসে ম্যালওয়্যার থাকতে পারে। যদি আপনি স্যামসাং, হুয়াওয়ে বা অন্য কোনও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তবে নিচে উল্লেখিত অ্যাপগুলো আপনার ফোন থেকে দ্রুত আনইনস্টল করা উচিত।
সাইবার সিকিউরিটি সংস্থা ট্রেন্ড মাইক্রো অনুসারে, নয়টি অ্যান্ড্রয়েড অ্যাপে ম্যালওয়্যার পাওয়া গেছে, যা ব্যবহারকারীর তথ্য চুরি করে অপরাধীদের কাছে পাঠায়। এসব অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায়, কিন্তু নিরাপত্তা যাচাইয়ের কোনও ব্যবস্থা প্লে স্টোরে নেই, যদিও অ্যাপল এ ব্যাপারে সতর্ক থাকে।
অ্যাপগুলো কোন কোম্পানির তৈরি, তা যাচাই করা জরুরি। অনেক সময় এগুলো সাধারণ অ্যাপের মতো দেখায় কিন্তু আসলে ম্যালওয়্যার বা ভাইরাস হিসেবে কাজ করে।
**ক্ষতিকর ৯টি অ্যাপ:**
১. শুট ক্লিন (Shoot Clean)
২. শুট ক্লিন লাইট (Shoot Clean Lite)
৩. সুপার ক্লিন (Super Clean)
৪. স্পিড ক্লিন (Speed Clean)
৫. রকেট ক্লিন (Rocket Cleaner)
৬. রকেট ক্লিনার লাইট (Rocket Cleaner Lite)
৭. কুইক গেমস (Quick Games)
৮. এইচ৫ গেম বক্স (H5 Game Box)
৯. লিঙ্ক ওয়ার্ল্ড ভিপিএন (LinkWorldVPN)
এই অ্যাপগুলোর প্রায় পাঁচ লাখ বার ডাউনলোড হয়েছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এগুলো সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু আপনার ফোন থেকে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সরবে না। সেগুলো আনইনস্টল করার জন্য আপনাকে নিজেই পদক্ষেপ নিতে হবে।