দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৫

অ্যাপল উন্মোচন করেছে আইওএস ১৮, যা নিয়ে এসেছে নতুন কিছু চমকপ্রদ ফিচার।

অ্যাপল সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে, যেখানে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সুবিধা। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রকাশিত এই সংস্করণে নতুন ফিচার থাকলেও অ্যাপলের নিজস্ব এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ অন্তর্ভুক্ত করা হয়নি। নিচে আইওএস ১৮ এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো তুলে ধরা হলো:

 

**হোমস্ক্রিন:**  

আইওএস ১৮ এ ইউজার ইন্টারফেস (UI) পরিবর্তন আনা হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা সহজেই হোমস্ক্রিনের আইকন ও উইজেটের রং পরিবর্তন করতে পারবেন। অপারেটিং সিস্টেমের UI নিজেদের পছন্দমতো সাজানোর সুযোগও থাকছে। কন্ট্রোল সেন্টারের নকশা পরিবর্তন করার পাশাপাশি ফেভারিটস, মিডিয়া প্লেব্যাক, হোম কন্ট্রোল এবং কানেকটিভিটির মতো অপশনগুলো অ্যাকশন বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে। এছাড়া লক স্ক্রিন থেকে কিছু কন্ট্রোল অপশন মুছে ফেলার সুবিধাও দেওয়া হয়েছে।

 

**মেসেজেস ও ফোন অ্যাপ:**

মেসেজেস অ্যাপে ফরম্যাটিং অপশন যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যুক্ত করা হয়েছে। পাশাপাশি, আরসিএস সমর্থনও সংযোজিত হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য মেসেজ আদান-প্রদান সহজ করবে। ফোন অ্যাপে কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও ট্রান্সক্রিপ্ট সুবিধাও ব্যবহার করা যাবে।

 

**ই-মেইল ও ফটোজ:** 

ই-মেইল অ্যাপে নতুন করে ট্রানজেকশন, আপডেটস, প্রমোশনস ইত্যাদি ক্যাটাগরি যোগ করা হয়েছে, যাতে প্রয়োজনীয় ই-মেইল খুঁজে পাওয়া সহজ হয়। ফটোজ অ্যাপেও নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে রিসেন্ট ডেজ, পিপল অ্যান্ড পেটস, এবং ট্রিপস অপশন। এ ছাড়া ব্যবহারকারীরা চাইলে প্রিয় ছবিগুলো পিন করে রাখতে পারবেন।

 

**পাসওয়ার্ডস অ্যাপ:**  

আইওএস ১৮ তে বিল্ট-ইন পাসওয়ার্ডস অ্যাপ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে সহজেই পাসওয়ার্ড, পাসকোড এবং ভেরিফিকেশন কোড খুঁজে পাওয়া যাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট