দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২১

আগামী বুধবার আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আগামী বুধবার এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে, যা আংশিক চন্দ্রগ্রহণ হবে। তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। চন্দ্রগ্রহণটি আ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, ইউরোপ, আটলান্টিক মহাসাগর এবং পলিনেশিয়ার কিছু অঞ্চলে আংশিকভাবে দৃশ্যমান হবে।

 

প্রসঙ্গত, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে, তখন চন্দ্রগ্রহণ ঘটে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এবার আংশিক গ্রহণের সময় চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে, যা মহাকাশপ্রেমীদের জন্য একটি মহাজাগতিক সৌন্দর্য প্রদর্শন করবে।

 

এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ২৫ মার্চ। পৃথিবীর পশ্চিম গোলার্ধ, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং আর্কটিক অঞ্চলে এটি দৃশ্যমান ছিল, যদিও বাংলাদেশ থেকে দেখা যায়নি।

 

আগামী চন্দ্রগ্রহণ ১৮ সেপ্টেম্বর সকাল ৬টা ৪২ মিনিটে শুরু হবে এবং শেষ হবে সকাল ১০টা ৪৭ মিনিটে। গ্রহণের মধ্যবর্তী সময় বা সর্বোচ্চ পয়েন্টে পৌঁছাবে সকাল ৮টা ৪৪ মিনিটে। এই আংশিক চন্দ্রগ্রহণ প্রায় ৪ ঘণ্টা ৫ মিনিট ধরে স্থায়ী হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট