দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:০৫

বাংলাদেশের বাজারে নতুন উদ্ভাবন হিসেবে আত্মপ্রকাশ করেছে টেকনো স্পার্ক গো ওয়ান।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। সোমবার (১৬ সেপ্টেম্বর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নতুন কমিটিকে ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

 

নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন, “তরুণ লেখক ফোরামের নেতৃত্ব পাওয়া আমার জন্য আনন্দের, তবে এটি একটি বড় দায়িত্বও বটে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের জন্য একটি সফল প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা করব।”

 

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, “জবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। তরুণদের সঙ্গে নিয়ে লেখালেখির চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

 

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়। সংগঠনটি তরুণ লেখকদের লেখার দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট