সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি আপডেট নিয়ে আসছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য, হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপে ‘থার্ড পার্টি চ্যাটস’ নামে নতুন একটি বিভাগ যোগ করতে যাচ্ছে, যা ব্যবহারকারীদের অন্য মেসেজিং অ্যাপ্লিকেশনে যেমন টেলিগ্রাম, সিগন্যাল, ইমেসেজ ও গুগল মেসেজে বার্তা পাঠানো ও গ্রহণের সুযোগ দেবে।
বর্তমানে এই সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের দাবি, নতুন ফিচারটি ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে অন্য অ্যাপ থেকে আসা বার্তার তথ্য জানানো হবে। ব্যবহারকারীরা এখান থেকেই বার্তাটি গ্রহণ করবেন কিনা তা নির্ধারণ করতে পারবেন।
এছাড়া, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ২০২৭ সাল থেকে থার্ড পার্টি অ্যাপে কল করার সুবিধাও পাবেন বলে মেটা নিশ্চিত করেছে।