নতুন আইফোন আনার ঘোষণা দেওয়ার পরপরই প্রযুক্তি জগতে ঝড় তুলেছে চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে। তারা প্রথমবারের মতো তিন ভাঁজের স্মার্টফোন উন্মোচন করেছে, যার মডেল মেট এক্সটি। এই ফোনটির পর্দার আকার ৬.৪ ইঞ্চি হলেও, ভাঁজ খুললে ১০.২ ইঞ্চির ট্যাবলেট আকারে ব্যবহার করা যায়।
হুয়াওয়ের তথ্যমতে, হারমনি ৪.২ অপারেটিং সিস্টেমে চলা এই ২৯৮ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ৩.৬ মিলিমিটার, যা বাজারের অন্যান্য ফোনের তুলনায় অনেক পাতলা। ১৬ গিগাবাইট র্যামসহ ফোনটিতে সংস্করণভেদে ২৫৬, ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট স্টোরেজ অপশন রয়েছে। কিরিন ৯০১০ প্রসেসরের এই ফোনটির পেছনে ৫০, ১২ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
ফোনটির দাম সংস্করণভেদে ২ হাজার ৮০০ ডলার বা প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। হুয়াওয়ে মেট এক্সটির একটিই ওএলইডি পর্দা রয়েছে, যা সহজেই ভাঁজ করা ও খোলা যায়। ৫,৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় চার্জ সমস্যা তেমন হবে না। প্রাথমিকভাবে এই ফোনটি শুধু চীনের বাজারে পাওয়া যাবে।