দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৪৯

এটুআই-এর অধীনে গ্রহণকৃত অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাতিল করুন: নাহিদ ইসলাম

এটুআই গৃহিত অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এটুআই প্রকল্পের ব্যাপারে কোনো অভিযোগ যাতে না আসে সেদিকে খেয়াল রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এটুআই কর্তৃক গৃহীত সব উদ্যোগ দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে আরও সম্পৃক্ত করতে হবে। প্রয়োজনে, বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘অ্যাডভাইজরি টিম’ গঠন করা হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।”

তিনি আরও বলেন, “অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছেন। তাদের পরামর্শও কাজে লাগবে। এটুআই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়।”

নাহিদ ইসলাম রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন উল্লেখ করে বলেন, “আমাদের রাষ্ট্র কাঠামো এখন একক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। সংবিধান প্রধানমন্ত্রীকে সীমাহীন ক্ষমতা দিয়েছে। এ ধারা পরিবর্তন করতে আলোচনা ও সংস্কারের প্রয়োজন।”

তিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগের কথা মাথায় রেখে আমাদের কাজ করে যেতে হবে।”

সভায় তরুণ উদ্যোক্তারা তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং আলোচনায় এটুআই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ