পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ২০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন অন্তত ৭ জন। আজ শুক্রবার পুলিশ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে এটি সর্বশেষ হামলার ঘটনা, যা রাজধানীতে একটি বড় নিরাপত্তা শীর্ষ সম্মেলনের আগে ঘটে। পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান নাসির জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে বন্দুকধারীরা দুকি জেলার কয়লা খনির আবাসনে প্রবেশ করে এবং শ্রমিকদের ঘিরে গুলি চালায়।
নিহতদের মধ্যে বেশিরভাগই বেলুচিস্তানের পশতুনভাষী এলাকার বাসিন্দা, এবং নিহতদের মধ্যে তিন জন ও আহতদের মধ্যে চার জন আফগান নাগরিক রয়েছেন।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তানকে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়, যারা অনেক সময় স্বাধীনতা দাবি করে। তাদের অভিযোগ, ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার স্থানীয়দের ক্ষতিগ্রস্ত করে এই তেল ও খনিজ সমৃদ্ধ প্রদেশকে শোষণ করছে।
সোমবার বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, তারা পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দরের কাছে চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। দেশটিতে হাজার হাজার চীনা নাগরিক কাজ করছেন, যারা বেশিরভাগই বেইজিংয়ের মাল্টিবিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের সঙ্গে জড়িত।
বিএলএ দাবি করেছে, এই বিস্ফোরণ একটি আত্মঘাতী বোমা হামলাকারীর কাজ। এতে পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
আগামী সপ্তাহে চীন ও রাশিয়ার প্রতিষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইসলামাবাদ, যা পশ্চিমা জোটের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।