দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৪২

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের একটি ক্যাপ্টেন নিহত হয়েছেন।

ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তারছবি: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

আজ বুধবার, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। সেখানে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে তাদের মুখোমুখি লড়াই চলছে। এই সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, লেবাননের ভেতরে সংঘর্ষের সময় ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার নিহত হন। তিনি ইগোজ ইউনিটের টিম কমান্ডার ছিলেন, যা গেরিলা হামলার জন্য প্রশিক্ষিত কমান্ডোদের নিয়ে গঠিত।

অন্যদিকে, হিজবুল্লাহর মুখপাত্র জানান, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘর্ষ ‘যুদ্ধের প্রথম ধাপের’ অংশ। রয়টার্স ও এনবিসি সূত্রে বলা হয়েছে, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের জানিয়েছেন, ‘শত্রুর মোকাবিলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।’ তিনি আরও বলেন, আইডিএফকে প্রতিরোধ করতে তাদের হাতে যথেষ্ট অস্ত্র রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ