দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৪১

জিবুতি উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৪৫ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছে।

আফ্রিকার নানা দেশ থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত্যুঝুঁকি নিয়ে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেফাইল ছবি: এএফপি

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির কাছে গতকাল মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন মারা গেছেন, এবং আরও অন্তত ৬১ জন নিখোঁজ রয়েছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেন থেকে ৩১০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা দুটি যাত্রা শুরু করেছিল। লোহিত সাগরের জিবুতি উপকূলে সেগুলো ডুবে যায়।

জিবুতি কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “এখন পর্যন্ত ৬১ জন নিখোঁজ রয়েছেন। আমরা বিরতিহীনভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি এবং নিখোঁজদের খুঁজে বের করতে এবং উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নৌকা দুটি জিবুতির উত্তর-পশ্চিমে খোর অঙ্গার অঞ্চলের কাছে একটি সৈকত থেকে মাত্র ১৫০ মিটার দূরে ডুবে যায়।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত্যুর ঝুঁকি নিয়ে নৌকা করে লোহিত সাগর পাড়ি দিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথগুলোর একটি হিসেবে পরিচিত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ