দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৪:৪৪

ইরানের রেভল্যুশনারি গার্ডস যোগাযোগের যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

ইরানের রাজধানী তেহরানে একটি সমাবেশে রেভল্যুশনারি গার্ডস কোরের সদস্যরাফাইল ছবি: রয়টার্স

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। তারা নিজেদের সদস্যদের জন্য যেকোনো ধরনের যোগাযোগের যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, আইআরজিসি নিজেদের ব্যবহৃত যন্ত্রগুলো নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে এবং তারা যোগাযোগ ছাড়াও সব ধরনের যন্ত্র পরীক্ষা করছে। এসব যন্ত্রের অধিকাংশই ইরানে তৈরি, অথবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা।

তিনি আরও বলেন, ইসরায়েলি গুপ্তচরদের ইরানে অনুপ্রবেশ নিয়ে তেহরান উদ্বিগ্ন। এরই মধ্যে আইআরজিসির শীর্ষ ও মধ্যপর্যায়ের সদস্যদের ওপর তদন্ত শুরু হয়েছে, যেখানে ইরান এবং বিদেশে তাঁদের ব্যাংক হিসাব ও পরিবারের সদস্যদের ভ্রমণের রেকর্ড যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে ইরানের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ১ লাখ ৯০ হাজার সদস্যের বিশাল বাহিনী বর্তমানে বার্তা আদান–প্রদানের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ ব্যবস্থা ব্যবহার করছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী