দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৪:৪৪

রাশিয়ার ৮০টির মধ্যে ৭১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনে হামলা চালাতে অন্যান্য অস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে রাশিয়াফাইল ছবি: রয়টার্স

হামলার উদ্দেশ্যে পাঠানো রাশিয়ার ৮০টি ড্রোনের মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট ৭১টি ভূপাতিত করেছে।

স্থানীয় সময় গতকাল রোববার, ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রাম অ্যাপে এই দাবি জানিয়েছে। তাদের মতে, রাশিয়া রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল। ইউক্রেন আরও জানায়, তাদের আকাশসীমায় শনাক্ত হওয়া ছয়টি রুশ ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে, পরে সেগুলো হারিয়ে যায়।

এছাড়া, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে রুশ বাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করে বিমানবাহিনী। তবে, ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে কিনা বা প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী