দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৬

মোদি ও বাইডেনের বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের উইলমিংটনে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান বাইডেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠকে বাংলাদেশ বিষয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত মাসে মোদি বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সেখানে দ্রুত স্বাভাবিকতা ফেরানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

উইলমিংটনে কোয়াড জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে জো বাইডেন, নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গও উঠে এসেছে। নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে মিশ্রি বলেন, আলোচনা চলাকালে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে, যার মধ্যে বাংলাদেশের পরিস্থিতিও অন্তর্ভুক্ত ছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট