দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩০

শ্রীলঙ্কায় চূড়ান্ত বিজয়ী নির্ধারণের জন্য দ্বিতীয় দফার ভোট গণনা চলছে।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা শুরু হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশন জানায়, প্রথম দফার ভোট গণনায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার গণনা প্রয়োজন হয়েছে।

শ্রীলঙ্কার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন। যদি কোনো প্রার্থী এই সংখ্যায় পৌঁছাতে না পারেন, তবে ভোটারদের পছন্দ অনুযায়ী দ্বিতীয় দফার গণনা করা হয়। প্রথম দফার ফলাফলে, বামপন্থী প্রার্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে ৪২.৩১ শতাংশ এবং বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা ৩২.৭৬ শতাংশ ভোট পেয়েছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী ছাড়াও প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পছন্দের প্রার্থীকে ভোট দেন। এখন অগ্রাধিকার ভোট গণনা করে দেখা হবে, অনূঢ়া কুমারা দিশানায়েকে ও সাজিদ প্রেমাদাসা মধ্যে কে বেশি ভোট পেয়েছেন।

 

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, প্রথম দফায় কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, ফলে অনূঢ়া কুমারা দিশানায়েকে ও সাজিদ প্রেমাদাসা ছাড়া অন্য প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়েছেন। গত শনিবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছেন।

 

এবারের নির্বাচনে ৩৯ জন প্রার্থী ছিলেন। তবে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে লড়াই থেকে বাদ পড়েছেন। ফলাফলে অনূঢ়া কুমারা দিশানায়েকে এগিয়ে থাকায় তাঁকে বিরোধী দলগুলো অভিনন্দন জানাতে শুরু করেছে, কিন্তু প্রথম দফার গণনা শেষে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট