দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ০৭:৩৫

“ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩০ জন নিহত”

ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে, খবর দিয়েছে আল-জাজিরা।

 

জানা যায়, রাজধানী তেহরান থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থিত খনিতে বিস্ফোরণের সময় ৬৯ জন কর্মী কাজ করছিলেন। মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে খনির বি এবং সি ব্লকে। মাদানজু কোম্পানি এই খনিটি পরিচালনা করে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনও বেশ কিছু শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছেন।

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার অভিযান ও পরিবারগুলোর সহায়তার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

 

প্রতিবছর ইরানের খনিগুলো থেকে ১৮ লাখ টন কয়লা উত্তোলন করা হয়, তবে খনি এলাকায় নিরাপত্তা ও জরুরি পরিষেবার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ২০১৩ সালে দুটি পৃথক দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হন এবং ২০১৭ সালে একটি খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী