যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে তারকাদের জনপ্রিয়তা কাজে লাগাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। গত বৃহস্পতিবার, তিনি একটি ভার্চ্যুয়াল নির্বাচনী সমাবেশ আয়োজন করেন, যা সঞ্চালনা করেন প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে। এই সমাবেশে হলিউডের খ্যাতনামা তারকাদের উপস্থিতি যেন একটি তারকাময় মিলনমেলা হয়ে উঠেছিল।
এই ইভেন্টে ভার্চ্যুয়ালি অংশ নেন জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ, মেরিল স্ট্রিপ, ক্রিস রক, বেন স্টিলার ও জুলিয়া রবার্টসসহ আরও অনেকেই। তারা কমলা হ্যারিসের পক্ষে বক্তব্য দেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন জানান। সমাবেশটি মিশিগানের ডেট্রয়েট শহরে অনুষ্ঠিত হয়, যেখানে কমলা হ্যারিস ও অপরাহ উইনফ্রে সরাসরি অংশ নেন, আর হলিউড তারকারা যুক্ত হন ভার্চ্যুয়ালি।
মেরিল স্ট্রিপ মজার ছলে কমলা হ্যারিসকে “প্রেসিডেন্ট হ্যারিস” বলে সম্বোধন করেন, যা হাস্যরসে ভরে তোলে সমাবেশ। জবাবে কমলা হ্যারিস মুচকি হেসে বলেন, “এখনো ৪৭ দিন বাকি!”
অনুষ্ঠানে অপরাহ উইনফ্রে জানতে চান, কেন কমলা এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন যে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের স্থলাভিষিক্ত হয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। উত্তরে কমলা বলেন, “আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন আমাদের এগিয়ে আসতে হয়।”
দেড় ঘণ্টার এই সমাবেশে কমলা হ্যারিস গর্ভপাত, অর্থনীতি, অভিবাসন ও বন্দুক নিয়ন্ত্রণসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। তার বক্তব্যে তিনি মার্কিনদের মধ্যে ঐক্যের আহ্বান জানান এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ আনেন।
তারকা অভিনেতা ক্রিস রক কমলা হ্যারিসের প্রশংসা করে বলেন, “আমি আমার মেয়েকে নিয়ে একজন কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যেতে চাই। তিনি দারুণ একজন প্রেসিডেন্ট হবেন এবং আমি এই নতুন শুরুর জন্য প্রস্তুত।”
সমাবেশটি সরাসরি ইউটিউবে এক লাখেরও বেশি মানুষ দেখেছেন, পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক মাধ্যমে লক্ষাধিক মানুষ এই ইভেন্টে অংশ নেন।
এদিকে, জনমত জরিপগুলোতে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সর্বশেষ জরিপগুলোতে দেখা গেছে, উভয় প্রার্থীই সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন, যার ফলে প্রচারণার তীব্রতা বাড়ছে এবং এই ভার্চ্যুয়াল সমাবেশ তারই একটি অংশ।