দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫১

নিউইয়র্কে ইউনূস ও মোদির বৈঠক অনুষ্ঠিত হবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকটি অনুষ্ঠিত হবে না।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। কিন্তু এখন ড. ইউনূসের সঙ্গে মোদির দেখা হওয়ার আশা নেই।

 

শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ তার সঙ্গে সহযোগিতার আগ্রহ দেখালেও ভারত তেমন যোগাযোগ করতে পারছে না। ভারতের জন্য বাংলাদেশ একটি অস্বস্তিকর অবস্থায় রয়েছে, বিশেষ করে ড. ইউনূসের সরকারের সময় উগ্রপন্থী শক্তির উত্থানের আশঙ্কায়।

 

ঢাকা বৈঠকের জন্য আগ্রহী হলেও ভারতীয় পক্ষ থেকে কিছু জানানো হয়নি। জানা গেছে, মোদির তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের ব্যস্ততার কারণে ড. ইউনূসের সঙ্গে বৈঠকটি শিডিউলে নেই।

 

বিশ্লেষকরা মনে করছেন, ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হলে শেখ হাসিনার প্রসঙ্গও উঠতে পারে, যা মোদির জন্য অনুচিত হবে। ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, ঢাকা-দিল্লির সম্পর্ক বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট