ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার সন্দেহে এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি ইরানের এজেন্ট হিসেবে কাজ করছিলেন বলে দাবি করেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ইরানের গোয়েন্দারা এই ব্যক্তিকে নেতানিয়াহু এবং তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্যকে হত্যার জন্য নিয়োগ দিয়েছিল। তাকে চোরাচালানিদের মাধ্যমে দুইবার ইরানে পাঠানো হয়েছিল এবং এর জন্য মোটা অংকের অর্থ প্রদান করা হয়েছিল। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও হত্যার টার্গেট করা হয়েছিল।
এই অভিযোগ প্রকাশ পেয়েছে লেবাননে এক ভয়াবহ পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের পর। হিজবুল্লাহর বিরুদ্ধে করা এসব হামলায় ৩২ জন নিহত এবং তিন হাজারেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন ব্যবসায়ী, যিনি কিছুদিন তুরস্কে বসবাস করেছেন এবং ইরানেও যাতায়াত করেছেন। তিনি ইরানের ইদি নামের এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আশকেলনের একজন ইহুদি বাসিন্দা হিসেবে প্রথম ২০২৪ সালের মে মাসে ইদির সঙ্গে দেখা করতে ইরানে যান। ওই সফরে তার সঙ্গে হাজ্জাহ নামে এক ইরানি নিরাপত্তা কর্মীরও সাক্ষাৎ হয়েছিল। তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি ইরানে থাকার সময় বিভিন্ন মিশনের দায়িত্বে ছিলেন এবং বিশেষ করে ইসরাইলের জনাকীর্ণ এলাকার ছবি সংগ্রহ করে ইরানের গোয়েন্দাদের কাছে পাঠানোর কাজ করেছিলেন।