মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে রাশিয়ার এজেন্টরা কমলা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছে মাইক্রোসফট। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, রাশিয়া কমলা হ্যারিসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়িয়ে দিচ্ছে।
মাইক্রোসফট জানিয়েছে, আগস্ট মাসের শেষ দিকে স্টর্ম-১৫১৬ নামের একটি গোষ্ঠী কমলা হ্যারিসের নির্বাচন প্রচার নিয়ে দুটি ভুয়া ভিডিও তৈরি করে। ক্রেমলিনের সমর্থিত এই গোষ্ঠী দুটি ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেয়। এক ভিডিওতে ট্রাম্পের সমাবেশে হামলা করা সন্ত্রাসীদের হ্যারিস সমর্থক হিসেবে দেখানো হয়, এবং অপর ভিডিওতে ২০১১ সালে হ্যারিসের গাড়ির ধাক্কায় একটি মেয়ের পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কাহিনী তুলে ধরা হয়।
এছাড়া, স্টর্ম-১৬৭৯ নামের আরেকটি রাশিয়ান গোষ্ঠী ২০২৪ সালের প্যারিস অলিম্পিক নিয়ে একটি ভুয়া ভিডিও ছড়িয়েছে, যাতে হ্যারিসের বিরুদ্ধে নানা গুজব ছড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র আগামী ৫ নভেম্বরের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে এবং এ মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির কয়েকজন সম্পাদককে নিষিদ্ধ করেছে।