দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ১৫:৫৫

লেবানন ও সিরিয়ায় পেজার হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

লেবানন ও সিরিয়ায় পেজার বিস্ফোরণের ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েল এই হামলা চালিয়েছে, যা লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। এ ঘটনায় রাশিয়াও উদ্বেগ প্রকাশ করেছে।

 

মঙ্গলবার, লেবানন এবং সিরিয়ায় হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়েছে। লেবানন অভিযোগ করেছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিস্ফোরক স্থাপন করেছে। এই বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে, আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন।

 

রাশিয়া সতর্ক করে দিয়েছে যে, এই আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই ধরনের ঘটনা উত্তেজনা আরও বাড়াতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা সকলের জন্য বিপজ্জনক হতে পারে। তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পাশাপাশি বিস্ফোরণের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন।

 

রয়টার্সের প্রতিবেদনে লেবাননের নিরাপত্তা সূত্র থেকে জানা গেছে যে, কিছু মাস আগে লেবাননের হিজবুল্লাহ সংগঠনের আমদানি করা ৫ হাজার পেজারের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিস্ফোরক স্থাপন করেছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী