দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৫

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন অতীশি।

ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন আম আদমি পার্টির (এএপি) অতীশি মারলেনা। কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তের পর অতীশির নাম নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হচ্ছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

খবরে বলা হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টির নেতাদের বৈঠকে অতীশিকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে। বৈঠকে দলের জাতীয় আহ্বায়ক অতীশির নাম প্রস্তাব করলে, সকল বিধায়ক উঠে দাঁড়িয়ে তার প্রস্তাব গ্রহণ করেন।

 

ফার্স্ট পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আম আদমি পার্টি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে, তবে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ডেপুটি মুখ্যমন্ত্রী রাখা হবে না।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট