চীন থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে, এবং এমভি কোটা আংগুন নামের একটি পণ্যবাহী জাহাজ মাত্র ৯ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এটি চীনের নিংবো-ঝুশান বন্দরে থেকে ৫৫২টি কনটেইনার নিয়ে যাত্রা করেছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজিব চৌধুরী নিশ্চিত করেন যে, চায়না-চিটাগাং এক্সপ্রেস (সিসিই) নামের এই সার্ভিসে প্রথমবারের মতো চীনের পোর্ট অব নিংবো-ঝুশান থেকে সরাসরি জাহাজ আসল। প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনের (পিআইএল) কর্মকর্তা মো. মাহতাব জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী এই জাহাজটি ৭ সেপ্টেম্বর চীনের নিংবো থেকে যাত্রা করে মাত্র ৯ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
আগে চীন থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসতে ২০-২৫ দিন সময় লাগত, কিন্তু নতুন সরাসরি রুট চালু হওয়ায় সময় ও খরচ কমেছে। এতে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।