দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫২

“ট্রাম্পকে আবারও হত্যাচেষ্টা: বাইডেন-কমলার মন্তব্য”

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ এলাকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলি ও হত্যাচেষ্টার ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

এক বিবৃতিতে বাইডেন জানান, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

 

কমলা হ্যারিস এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই।

 

কমলার রানিংমেট টিম ওয়ালজও একই ধরনের বার্তা দেন, জানিয়ে বলেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে স্বস্তি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই।

 

এদিকে, এফবিআই ধারণা করছে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। গোলাগুলির পরপরই ট্রাম্পের প্রচার শিবির জানায়, মাঠে ট্রাম্পের কাছাকাছি গুলি চালানো হয়, তবে তিনি নিরাপদে আছেন। ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বিবৃতি দিয়ে বলেন, কিছুই তাকে দমাতে পারবে না এবং তিনি আত্মসমর্পণ করবেন না।

 

গত রবিবার বেলা দেড়টার দিকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ মাঠে গুলি শোনা যায়। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, দুই মাস আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল, যেখানে একটি গুলি তার কান ছুঁয়ে যায় এবং তিনি সামান্য আহত হন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট