দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৫

ভেনেজুয়েলায় বিশৃঙ্খলা সৃষ্টির সন্দেহে এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত সন্দেহে ভেনেজুয়েলায় স্পেনের দুই নাগরিক, তিন মার্কিন নাগরিক এবং চেকপ্রজাতন্ত্রের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভেনেজুয়েলায় ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সদস্য’ আটক হয়েছেন। তবে, অন্য দুই মার্কিন নাগরিকের আটক হওয়ার তথ্য নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার সরকার উৎখাতের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র এবং স্পেনের সঙ্গে দেশটির উত্তেজনা চলছিল। নতুন এই গ্রেপ্তারি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

 

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও জানিয়েছেন, স্পেনের দুই নাগরিকের স্পেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তাঁরা একজন মেয়রকে গুপ্তহত্যার পরিকল্পনা করছিলেন। স্পেন এ অভিযোগ অস্বীকার করেছে।

 

কাবেও আরও দাবি করেছেন, তিন মার্কিন এবং এক চেক নাগরিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাঁরা প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং অন্য কর্মকর্তাদের গুপ্তহত্যার পরিকল্পনা করছিলেন। তিনি জানান, প্রায় ৪০০টি রাইফেল জব্দ করা হয়েছে।

 

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভেনেজুয়েলার কাছে আটক নাগরিকদের পরিচয় এবং অভিযোগ সম্পর্কে আরও তথ্য চেয়েছে।

 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ভেনেজুয়েলার বিরোধী নেতা এদমুন্দো গোনসালেস উররুতিয়ার সঙ্গে বৈঠকের সিদ্ধান্তে ভেনেজুয়েলা ক্ষুব্ধ। উররুতিয়া গত জুলাইয়ের নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী ছিলেন এবং বর্তমানে নির্বাসনে আছেন। যুক্তরাষ্ট্রও তাঁকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যা কারাকাসের সঙ্গে সম্পর্কের নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট