দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:০৫

মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার নিয়ে কেন আপত্তি জানালেন?

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গবাসী ‘নজিরবিহীন’ এক দিনের আন্দোলন প্রত্যক্ষ করেছে। বিচারসহ অন্যান্য দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারের সচিবালয় নবান্নের সামনে অবস্থান করে গতকাল বৃহস্পতিবার ফিরে আসেন।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন, তবে চিকিৎসকরা তাঁদের শর্তে অনড় ছিলেন। তাঁরা নবান্নের বাইরে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে শেষে বৈঠক ছাড়াই ফিরে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি দুই ঘণ্টা অপেক্ষা করেছিলেন এবং পদত্যাগের প্রস্তাব দিলেও রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলেন।

 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৈঠকটি লাইভ সম্প্রচারের শর্তে তারা রাজি ছিলেন না। গত ৯ আগস্টের ঘটনার পর থেকে রাজ্যের চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এর ফলে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

 

জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে ৫ দফা দাবিতে অবস্থান নেন, তবে বৈঠকের লাইভ সম্প্রচারের বিষয়ে মতভেদের কারণে আলোচনা সম্ভব হয়নি। প্রশাসন ১৫ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকের অনুমতি দিলেও, লাইভ সম্প্রচারের বিষয়ে মুখ্যমন্ত্রীর সম্মতি ছিল না।

 

মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, কিছু বিষয় লাইভ করা সম্ভব নয় এবং এই কারণে বৈঠকটি ভেস্তে গেছে। সিনিয়র চিকিৎসকরা মনে করছেন, বৈঠকের লাইভ সম্প্রচারের মাধ্যমে তদন্তের নানা ফাঁকফোকর বেরিয়ে আসতে পারে, যার জন্য মুখ্যমন্ত্রী লাইভে যেতে রাজি হননি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট