দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৪

অবরুদ্ধ ইসরাইল, শঙ্কিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ ইসরাইলকে ঘিরে ফেলেছে এবং ইসরাইল এখন সেই প্রতিরোধ শক্তির দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। শনিবার এক স্থানীয় বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, অধিকৃত অঞ্চলে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহু বলেন, হামাস ইচ্ছাকৃতভাবে গাজায় চলমান যুদ্ধকে ব্যবহার করে ইসরাইলের ভেতরে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছে।

নেতানিয়াহু তার সরকারের ওপর ক্রমবর্ধমান চাপের কথাও তুলে ধরেন, যা গাজায় হামলা বন্ধ করার জন্য এবং অস্ত্রবিরতির দাবিতে বেড়েই চলেছে। তিনি তেলআবিবে তার বাসভবনের সামনে লাখো মানুষের বিক্ষোভের উল্লেখ করেছেন, যারা গাজায় যুদ্ধবিরতি চুক্তি না করার জন্য তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি তুলেছে।

বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ইসরাইলি পতাকা এবং হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলি জিম্মিদের ছবি নিয়ে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে জড়ো হয়। তারা গাজার চলমান যুদ্ধবিরতি চুক্তি করতে এবং ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে বন্দি বিনিময় দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তেজনা প্রকাশ করেছে।

নেতানিয়াহু এই পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গাজার হুমকি দূর করার মাধ্যমে ইসরাইলিরা শান্তিপূর্ণভাবে তাদের বাড়িতে ফিরতে পারবে বলে বিশ্বাস করেন।

এছাড়া, ১১ মাস ধরে গাজায় ইসরাইলের আক্রমণে ৪০ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৯৪ হাজার ৭০০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবুও তিনি এখনও সেই লক্ষ্য পূরণ করতে পারেননি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট