দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪১

হামাসের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা

হামাস ও গাজার অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্রের আশাবাদী অবস্থান নেই বলে জানিয়েছেন ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা। তবে, যুক্তরাষ্ট্র শীঘ্রই একটি নতুন প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে, যা তেল আবিব এবং মধ্যস্থতাকারীদের কাছে উপস্থাপন করা হবে। এই প্রস্তাবকে ‘শেষ সুযোগের প্রস্তাব’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এটি রোববার অথবা আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশিত হতে পারে।

প্রস্তাবের মধ্যে গাজার ফিলাডেলফিয়া করিডোর এবং ইসরাইলি কারাগারে বন্দি বয়স্ক ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। হামাস এখনও তাদের পুরনো শর্তগুলো থেকে সরে আসেনি এবং নির্দিষ্ট সংখ্যক বন্দির মুক্তির দাবি অটল রয়েছে।

ইসরাইলের মতে, গাজায় হামাসের হাতে বর্তমানে ১০০ জনের বেশি ইসরাইলি বন্দি রয়েছে, যার মধ্যে কিছু বন্দির মৃত্যু হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মাসব্যাপী প্রচেষ্টার পরও ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয়েছে, যার ফলে গাজার মানবিক সাহায্য পাঠানো সম্ভব হয়নি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির প্রতি অনীহা এসব প্রচেষ্টাকে ব্যাহত করেছে।

এদিকে, নেতানিয়াহুর বাসভবনের সামনে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা গাজার যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ের দাবি জানিয়েছেন, এবং নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ইসরাইলি পতাকা এবং হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলি জিম্মিদের ছবি হাতে নিয়ে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে জড়ো হয়েছেন।

ইসরাইলে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে এই বিক্ষোভগুলো সরকারের বিরুদ্ধে জনমতকে তুলে ধরছে। গাজার সংঘর্ষের কারণে মানবিক বিপর্যয়ও বাড়ছে, এবং বিক্ষোভকারীদের মতে, বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটানো প্রয়োজন।

অবরুদ্ধ গাজার ইসরাইলি আক্রমণে বর্তমানে ৪০,৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ৯৪,৭০০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট