দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৮:০৫

গাজা পুনর্গঠনে ৫ বছর মেয়াদী পরিকল্পনায় একমত আরব নেতারা

গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলারের ৫ বছর মেয়াদী পরিকল্পনায় একমত হয়েছেন আরব নেতারা। মিসরের তোলা প্রস্তাবে বাসিন্দাদের না সরিয়েই উপত্যকা সংস্কারের কথা বলা হয়েছে। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ‘ক্লিন গাজা মিশন’-এর বিপরীতে এমন পদক্ষেপ নিয়েছেন আরব নেতারা।

আগামী শুক্রবার (৭ মার্চ) জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি’র সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তা।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আরব দেশগুলোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এরইমধ্যে ইসরায়েল প্রস্তাবের বিরোধিতা করেছে।

সম্মেলনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, তিন ধাপে সংস্কার কার্যক্রম চলবে গাজায়। এছাড়াও সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে গঠন করা হবে বিশেষ কমিটি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী