ডোনাল্ড ট্রাম্পের সাথে সৃষ্ট ঝামেলা মিটমাট করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত তিনি। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া দীর্ঘ পোস্টে এসব কথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে হওয়া বিবাদকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দেন তিনি।
জেলেনস্কি জানান, এখনই সময় সবকিছু ঠিকঠাক করার। রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে দ্রুত কাজ করতে প্রস্তুত বলে। এই ইস্যুতে কয়েকটি ধাপের রূপরেখাও তুলে ধরেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের কেউই অনন্তকালের জন্য যুদ্ধ চাই না। শান্তি আলোচনার জন্য ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। যুদ্ধে পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে কাজ করতে প্রস্তুত।
এছাড়াও বন্দি বিনিময়, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় মিসাইল, দূরপাল্লার ড্রোন ও বোমা হামলা বন্ধ, সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির কথা বলেন তিনি। রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব অথবা হোয়াইট হাউস সফরের বিষয়ে তার মন্তব্য নিয়ে ট্রাম্প কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন তাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ইউক্রেনের খনিজ নিয়ে আলোচনার জন্য আবারও হোয়াইট হাউসে আমন্ত্রণ করা হলে সেখানে যাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ ভাগাভাগির আলোচনায় এখনও প্রস্তুত ইউক্রেন বলে জানিয়েছেন জেলেনস্কি।