দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৮:০৫

ইউক্রেনের পাশে ইউরোপ, ৪ দফা কর্মসূচি ঘোষণা

ইউক্রেন যুদ্ধ বন্ধে চার দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপ। রোববার (২ মার্চ) লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে আসে এ সিদ্ধান্ত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই সংকট সমাধান করতে চায় ইউরোপীয় নেতারা। তাই শান্তি পরিকল্পনার খসড়া পৌঁছে দেয়া হবে যুক্তরাষ্ট্রের কাছে।

রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে চার দফা পরিকল্পনায়।

এছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত ও শান্তি আলোচনায় কিয়েভকে সাথে রাখার কথাও রয়েছে। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউরোপ একজোট হয়ে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ডাকে আয়োজিত সম্মেলনে যোগ দেন ন্যাটো ও ইইউ’র শীর্ষ নেতারা। প্রায় দুই ঘণ্টার সম্মেলনে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিও।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী