দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:৪৮

১৪তম সন্তানের বাবা হলেন মাস্ক

ইলন মাস্ক।

১৪তম সন্তানের বাবা হলেন শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। চতুর্থ বান্ধবী শিভন জিলসের ঘরে জন্ম নিয়েছে ছেলে শিশু। নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে পিঙ্কভিলা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন শিভন জিলিস নিজেই। মাস্ক-জিলস দম্পতির ঘরে রয়েছে আরও তিন সন্তান। এর আগে ২০২১ সালে যমজ সন্তানের জন্ম দেন মাস্কের সহযোগী শিভন জিলস।

জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন ২০২১ সালের নভেম্বরে। যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সকলকে জানিয়েছিলেন তারা। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিঙ্কের একজন আধিকারিক।

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারিতে তাদের কোল আলো করে জন্ম নেয় তৃতীয় সন্তান। এরা ছাড়াও, প্রথম বান্ধবীর সঙ্গে ৫ সন্তান রয়েছে এই টেক বিলিওনিয়ারের। আরেক বান্ধবি, জনপ্রিয় গায়িকার গর্ভে ৩ সন্তানের জন্ম দিয়েছেন ইলন মাস্ক। ইনফ্লুয়েন্সারের ঘরেও এক সন্তান রয়েছে মার্কিন এই ধনকুবেরের।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী