সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হয় দুই নেতার এ বৈঠক। এ সময়, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয় তাদের।
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) পেন্টাগন পরিদর্শনে যান সৌদির প্রতিরক্ষামন্ত্রী। বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে। কথা হয় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে।
সম্প্রতি, সৌদির মধ্যস্ততায় রিয়াদে বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। এরপরই যুক্তরাষ্ট্র সফরে গেলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।