দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ০৪:২০

বাইডেনকে অযোগ্য ও অপদার্থ অ্যাখ্যা দিলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের জন্য বরাবরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া ভাষণে বাইডেনকে অযোগ্য ও অপদার্থ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এরইমধ্যে ইউক্রেনের জন্য সব ধরণের সহায়তা বন্ধ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। আগের সরকার যে বিপুল অর্থ দিয়েছে এখন যেকোনো মূল্যে সেটিও ফেরত আনতে চান ট্রাম্প। জানালেন, এ কারণেই ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চেয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইউরোপীয় দেশগুলো ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউক্রেনকে। আর কোনো স্বার্থ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আমাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি। ইউরোপ দিয়েছে ১০০ বিলিয়ন ডলার। আর আমাদের অযোগ্য-অপদার্থ প্রেসিডেন্ট ও প্রশাসন সাড়ে তিনশ বিলিয়ন ডলার দিয়েছে। ইউরোপ ঋণ হিসেবে অর্থ দিয়েছে। কাজেই তারা তাদের অর্থ ফেরত পাবে। আমিও আমাদের অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে কিছু চাই। তাই আমি তেল ও খনিজ চেয়েছি।

এদিকে হোয়াইট হাউজ বলছে, ইউক্রেন যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তাদের আশা, শিগগিরই যুদ্ধ বন্ধে চুক্তিতে রাজি হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট চেয়েছেন, আমি যেন আপনাদের বলি যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, রাশিয়া শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি করবে। চুক্তির জন্য লড়াই চালাচ্ছেন তিনি। এই সংঘাত বন্ধে মাইক ওয়ালটজও দিনরাত কাজ করছেন। প্রেসিডেন্ট এই মানুষ হত্যা বন্ধ করতে চান; শান্তি চান। এটাই এখন তার লক্ষ্য।

এরইমধ্যে ট্রাম্পের চাপে নতি স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খনিজ ভাগাভাগি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ইঙ্গিত দিয়েছেন তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: ছাত্রশিবির

জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামী